চাঁদা পরিশোধের বিজ্ঞপ্তি-2

নৌ-বিহারের বিজ্ঞপ্তি
March 10, 2021
বার্ষিক সাধারণ সভা 2020 ইং এর বিজ্ঞপ্তি
March 24, 2021

এতদ্বারা বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্যগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির পরিচালনা পরিষদের গত ২৭/০২/২০২১ ইং তারিখ সভার সিদ্ধান্ত মোতাবেক সমিতির “বার্ষিক সাধারণ সভা-২০২০” আগামী ০৫ এপ্রিল ২০২১ ইং তারিখ “ফজলুল করিম কমিউনিটি সেন্টার” ইংলিশ রোড, ঢাকা অনুষ্ঠিত করার জন্য নির্ধারন করা হয়েছে। সেইপ্রেেিত পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের বকেয়াসহ সমূদয় চাঁদা পরিশোধ করার জন্য সমিতির প হইতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের সহযোগীতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,

মো: আসাদুজ্জামান রিপন
সভাপতি
বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *