বার্ষিক সাধারণ সভা 2020 ইং এর বিজ্ঞপ্তি

চাঁদা পরিশোধের বিজ্ঞপ্তি-2
March 24, 2021
নির্বাচন তফসিল 2022-2024
November 24, 2021

এতদ্বারা বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্যগণকে জানানো যাইতেছে যে, সমিতির “বার্ষিক সাধারণ সভা-২০২১ ইং” আগামী ০৫ এপ্রিল-২০২১ ইং তারিখ, রোজ-সোমবার, সন্ধ্যা-৮:৩০ ঘটিকায় “ফজলুল করিম কমিউনিটি সেন্টার” ইংলিশ রোড, ঢাকা ১১০০ অনুষ্ঠিত হইবে।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত সকল সদস্যগণকে উপস্থিত থাকার জন্য সমিতির প হইতে বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে।

আলোচ্য বিষয় ঃ-

১। স্বাগত বক্তব্য প্রদান।
২। বার্ষিক সাধারণ সভা-২০১৯ ইং এর কার্য্য বিবরণী পাঠ ও অনুমোদন।
৩। বার্ষিক প্রতিবেদন পাঠ ও অনুমোদন।
৪। বার্ষিক আয়-ব্যয় হিসাব (১লা জানুয়ারী ২০২০ হইতে ডিসেম্বর ২০২০ইং) ও অডিট রির্পোট অনুমোদন।
৫। আয়-ব্যয় হিসাব ১লা জানুয়ারী ২০২১ হইতে ২৮ ফেব্রæয়ারী ২০২১ ইং পর্যন্ত পাঠ এবং অনুমোদন।
৬। বার্ষিক আয়-ব্যয় হিসাব ১লা জানুয়ারী ২০২১ ইং হইতে ডিসেম্বর ২০২১ ইং পর্যন্ত পরীা-নিরীার জন্য অডিটর নিয়োগ ও বার্ষিক অডিট ফি নির্ধারণ।
৭। বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির তহবিলের বিগত পাওনা টাকা আদায় প্রসঙ্গে।
৮। মুক্ত আলোচনা।
৯। সভাপতি সাহেবের ভাষণ।
১০। আপ্যায়ন।

ধন্যবাদান্তে,

(হাজী মো: আসাদুজ্জামান রিপন)
সভাপতি
বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *