Welcome to our website
বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার স্বনামধন্য সমিতির মধ্যে একটি। নিজিস্ব স্বকীয়তায় সুনিপুণ কারিগরের হাতের ছোঁয়ায় গড়ে উঠা আমাদের এই বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি। ছোট্ট পরিসরে আর্থিক তেমন স্বচ্ছলতা না হলেও এর ব্যাপ্তি বা পরিধি অনেক বড়। প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এর পৃষ্ঠপোষকতায় নানাবিধ অবদান রেখে গেছেন বা বর্তমানে আছেন তাদেরকে জানাই শত সহস্র সালাম। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বস্তনিষ্ঠ পদক্ষেপের ফলশ্রুতিতেই অত্র সমিতি ঠাঁই করে নিয়েছে FBCCI – এর মতো বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাথে। আমরাও তাদের পথ অনুসরণ করে সমিতির প্রতিটির কর্মকান্ড দক্ষতা ও বিচক্ষনতার সাথে করার চেষ্ঠা করে থাকি। মানুষ সর্বদাই সুন্দরের পূজারী। তেমনি আমরাও সমিতিকে সুন্দর ভাবে সাজিয়ে আগামী দিনগুলোতে দৃষ্টিনন্দিত প্রতিফলন ঘটাতে চাই। সময় উপযোগী যে কোনো কাজ বা সিদ্দান্ত নিতে বর্তমান কার্যকরী পরিষদ বদ্ধপরিকর। বীরদর্পে তড়িৎ গতিতে প্রতিটি অনুষ্ঠান আমাদের মেধা ও প্রজ্ঞা নতুন আঙ্গিকে তুলে ধরে থাকি। ফলে প্রতিটি অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত।
আজ আমরা দৃয় কন্ঠে বলতে পারি বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদ সত্যিকার অর্থেই একটি মাইল ফলক। কারণ প্রবীণ ও তরুণের সমন্বয়ে সমিতির বিভিন্ন কর্মকান্ডে নিজ নিজ উদ্যোগে কখনো বা সম্মিলিতভাবে প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা।