নৌ-বিহারের বিজ্ঞপ্তি

বনভোজন প্রসঙ্গে বিশেষ বিজ্ঞপ্তি
February 18, 2021
চাঁদা পরিশোধের বিজ্ঞপ্তি
March 4, 2021

এতদ্বারা বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্যগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির পরিচালনা পরিষদের ২৭/০২/২০২১ ইং তারিখ সভার সিদ্ধন্ত মোতাবেক সমিতির ব্যবস্থাপনায় নৌ-বিহার আগামী ১৯ মার্চ-২০২১ ইং তারিখ, রোজ-শুক্রবার “এম ভি অভিযান-১০” লঞ্চ যোগে ঢাকা সদরঘাট টার্মিনাল হইতে চাঁদপুর মোহনা (মিনি কক্সবাজার) এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

উক্ত নৌ-বিহারে সম্মানিত সদস্যগণকে অংশ গ্রহণ এবং সার্বিক সহযোগীতা করার জন্য সমিতির পক্ষ হইতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

*** নৌ-বিহারের অংশ গ্রহণের নিয়মাবলী ***

১। নৌ-বিহারে শুধুমাত্র সমিতির সদস্যগণ অংশ গ্রহণ করিতে পারিবেন। সদস্য ব্যতীত অন্য কেহ টিকিট সংগ্রহ করিতে পারিবেন না।

২। নৌ-বিহারের টিকিটের শুভেচ্ছা মূল্য ৮০০/-(আটশত) টাকা নির্ধারন করা হয়েছে।

৩। প্রতিটি লাকী কুপনের শুভেচ্ছা মূল্য ১০০/-(একশত) টাকা নির্ধারন করা হয়েছে।

৪। সমিতির সদস্যের সন্তানদের ক্ষেত্রে নৌ-বিহারে অংশ গ্রহণের জন্য প্রতিটি টিকিটের শুভেচ্ছা মূল্য ১০০০/-(এক হাজার) টাকা নির্ধারন করা হয়েছে। উল্লেখ্য, সন্তানদের দুই কপি পাস পোর্ট সাইজ ছবি জমা দেওয়া অত্যাবশ্যক।

৫। নৌ-বিহারে অংশ গ্রহণের জন্য টিকিট সংগ্রহের সর্বশেষ তারিখ ও সময় ঃ ১৫ মার্চ ২০২১ ইং, রোজ-সোমবার, সন্ধ্যা-৭.০০ ঘটিকা পর্যন্ত।

“আকর্ষনীয় পুরষ্কারসহ র‌্যাফেল ড্র: অনুষ্ঠিত হবে”

ধন্যবাদান্তে,
হাজী মো: আসাদুজ্জামান রিপন
সভাপতি
বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি।

 

শুভেচ্ছান্তে,
মো: সোহেল আহমেদ
উর্দ্ধতন সহ-সভাপতি
বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি।
আহবায়ক : নৌ-বিহার ব্যবস্থাপনা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *