এতদ্বারা বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্যগণের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপ-কর কমিশনারের কার্য্যালয়, সার্কেল-১৫০, কর অঞ্চল-৭, ঢাকা হইতে প্রেরিত চিঠি সম্পর্কে ইতিমধ্যে আপনাদের জানানো হয়েছে। উক্ত চিঠি অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল চঝজ সকল সদস্য ও দোকানদারগণের দোকানে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার জন্য জানাননো হয়েছে। আগামী সোমবার অথবা মঙ্গলবার ৮, ৯ এপ্রিল ২০২৪ইং তারিখ যেকোন সময় উপ-কর কমিশনার সাহেব আয়করের ভ্রাম্যমান টিম নিয়ে উক্ত চঝজ কাগজ পরিদর্শন করিতে আসিবেন। সেমোতাবেক আপনাদের ২০২৩-২০২৪ ইং সালের আয়কর রিটার্ন দাখিলের ছোট ¯øীপটি (চঝজ) দোকানে ঝুলিয়ে রাখার জন্য সকলের নিকট সমিতির পক্ষ হইতে বিশেষভাবে অনুরোধ করা হইল। অন্যথায় জরিমানায় পড়িবেন। বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করিবেন। ধন্যবাদ।