এতদ্বারা বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল সদস্যগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির পরিচালনা পরিষদের ২৭/০২/২০২১ ইং তারিখ সভার সিদ্ধন্ত মোতাবেক সমিতির ব্যবস্থাপনায় নৌ-বিহার আগামী ১৯ মার্চ-২০২১ ইং তারিখ, রোজ-শুক্রবার “এম ভি অভিযান-১০” লঞ্চ যোগে ঢাকা সদরঘাট টার্মিনাল হইতে চাঁদপুর মোহনা (মিনি কক্সবাজার) এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
উক্ত নৌ-বিহারে সম্মানিত সদস্যগণকে অংশ গ্রহণ এবং সার্বিক সহযোগীতা করার জন্য সমিতির পক্ষ হইতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
*** নৌ-বিহারের অংশ গ্রহণের নিয়মাবলী ***
১। নৌ-বিহারে শুধুমাত্র সমিতির সদস্যগণ অংশ গ্রহণ করিতে পারিবেন। সদস্য ব্যতীত অন্য কেহ টিকিট সংগ্রহ করিতে পারিবেন না।
২। নৌ-বিহারের টিকিটের শুভেচ্ছা মূল্য ৮০০/-(আটশত) টাকা নির্ধারন করা হয়েছে।
৩। প্রতিটি লাকী কুপনের শুভেচ্ছা মূল্য ১০০/-(একশত) টাকা নির্ধারন করা হয়েছে।
৪। সমিতির সদস্যের সন্তানদের ক্ষেত্রে নৌ-বিহারে অংশ গ্রহণের জন্য প্রতিটি টিকিটের শুভেচ্ছা মূল্য ১০০০/-(এক হাজার) টাকা নির্ধারন করা হয়েছে। উল্লেখ্য, সন্তানদের দুই কপি পাস পোর্ট সাইজ ছবি জমা দেওয়া অত্যাবশ্যক।
৫। নৌ-বিহারে অংশ গ্রহণের জন্য টিকিট সংগ্রহের সর্বশেষ তারিখ ও সময় ঃ ১৫ মার্চ ২০২১ ইং, রোজ-সোমবার, সন্ধ্যা-৭.০০ ঘটিকা পর্যন্ত।
“আকর্ষনীয় পুরষ্কারসহ র্যাফেল ড্র: অনুষ্ঠিত হবে”
ধন্যবাদান্তে,
হাজী মো: আসাদুজ্জামান রিপন
সভাপতি
বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি।
শুভেচ্ছান্তে,
মো: সোহেল আহমেদ
উর্দ্ধতন সহ-সভাপতি
বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি।
আহবায়ক : নৌ-বিহার ব্যবস্থাপনা কমিটি।