President Message

এস. এম. মোস্তাফিজুর রহমান
সভাপতি

সম্মানীত সদস্য/সদস্যাবৃন্দ,
আস্সালামু আলাইকুম, ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু্।

আশা করি আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভাল আছেন। বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতি এর বর্তমান পরিচালনা পরিষদ ফেব্রুয়ারী ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে আপনারা আমার পরিষদকে নির্বাচিত করেছেন। আমাদেরকে নির্বাচিত করার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবং নির্বাচনী ইশতেহার মোতাবেক ইতিমধ্যেই বিভিন্ন কাজ শুরু করেছি। ব্যয়ের খাতসমূহ সংকোচন করে একটি আধুনিক ও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হিসাব ব্যবস্থা প্রবর্তন করার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে আমাদের সমিতির হিসাব ব্যবস্থাকে Automation করার প্রক্রিয়া সমাপ্তির পথে। ধীরে ধীরে আমরা এর ফলাফল পেতে শুরু করেছি। এখন থেকে আপনারা আমাদের ওয়েব সাইট visit করে বিভিন্ন Information পাবেন। আমাদের ওয়েব সাইট www.watchbgbs.com আপনাদের সার্বিক সতযোগিতা পেলে আমার বর্তমান পরিষদকে নিয়ে আমি আরো আধুনিক ভাবে সমিতি পরিচালনায় এগিয়ে যেতে পারবো। এই জন্য আপনাদের সঠিক পরামর্শ আমাদের প্রয়োজন। আমি বর্তমান প্রেক্ষাপটে অপেক্ষাকৃত তরুন-শিক্ষিত ও প্রতিশ্রুতিশীল সদস্যদের নিয়ে এগিয়ে যেতে চাই। ধীরে ধীরে সমিতির সম্পর্কে আগ্রহ ও সু-শিক্ষা নিয়ে ভবিষ্যতে তারা এই ঐতিহ্যবাহী সমিতির হাল ধরবে এবং একটি আধুনিক সমিতি প্রতিষ্ঠা ও পরিচালনায় তারা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

পরিশেষে আপনাদের দোয়া ও সহযোগীতার হাত প্রসারিত করার জন্য এবং সব সময় আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ্ সকলের সহায়হোন। ………….আল্লাহ হাফেজ।

এস. এম. মোস্তাফিজুর রহমান
সভাপতি